পেনশনের টাকা আত্মসাৎ: হিসাবরক্ষণ ও ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড

প্রতিনিধি, বগুড়া: ভূয়া পেনশনারদের তালিকা তৈরি করে তাদের নামে অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগে বগুড়ায় এক হিসাবরক্ষণ কর্মকর্তা ও তিন ব্যাংক কর্মকর্তার প্রত্যেকের ১৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সোমবার(১০ জুলাই) এই রায় ঘোষণা করেন বগুড়ার স্পেশাল জজ অম্লান কুমার জিষ্ণু।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা খলিলুর রহমান এবং সোনালী ব্যাংক দুপচাঁচিয়া শাখার সাবেক তিন ক্যাশ অফিসার যথাক্রমে আব্দুল বারী, আব্দুস সালাম ও ইউনুস আলী। রায়ে দণ্ডাদেশের পাশাপাশি আত্মসাৎ করা ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের সরকারি কৌসুলী(পিপি) এসএম আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, খলিলুর রহমান দুপচাঁচিয়া উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা থাকা কালে ব্যাংকের ওই তিন কর্মকর্তার যোগসাজশে ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। বিষয়টি দুদকের নজরে আসায় বিগত ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর দুদক বগুড়ার সহকারি পরিচালক আমিনুল ইসলাম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে সোমবার এই রায় ঘোষণা করা হয় বলেও জানান তিনি।