Print Date & Time : 14 August 2025 Thursday 12:35 pm

পেনিনসুলার ২৫ লাখ শেয়ার কিনবে সায়মন বিচ রিসোর্ট

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের শেয়ার কেনার ঘোষণা দিয়েছে সায়মন বিচ রিসোর্ট লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের ২৫ লাখ শেয়ার কিনবে সায়মন বিচ রিসোর্ট লিমিটেড। উল্লেখ্য, পেনিনসুলার চেয়্যারম্যান মাহবুব-উর-রহমান সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারদরে পাবলিক মার্কেট থেকে উল্লিখিত সংখ্যক শেয়ার কেনা হবে।

কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৩৫ কোটি ৫২ লাখ টাকা।  কোম্পানিটির মোট ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৯ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১০ দশমিক ৬০ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে শূন্য দশমিক ১৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৯ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা।