Print Date & Time : 4 September 2025 Thursday 3:22 pm

পেমেন্ট ক্যাম্পেইনের আয় বঙ্গবাজার ক্ষতিগ্রস্তদের দেবে নগদ

নিজস্ব প্রতিবেদক: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটির চলমান মেগা পেমেন্ট ক্যাম্পেইনের আয় থেকে আসা পুরো অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। সেই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিদ্ধান্ত নিয়েছেন, তারা ১০০ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ৫০ লাখ টাকা অনুদান দেবেন।

বঙ্গবাজারের ব্যবসায়ীদের কষ্ট অনুধাবন করে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সবার মতোই আমি মর্মাহত। আমার স্কুল জীবন, কলেজ জীবনের অনেক স্মৃতি আছে এই বঙ্গবাজারে। একজন ব্যবসায়ী হিসেবে এ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট কিছুটা হলেও বুঝি।’ তিনি বলেন, ‘আমি যখন নগদ শুরু করি, তার ঠিক এক বছরের মধ্যেই কোভিড শুরু হয়ে যায়। আমি ততদিনে আমার সব ইনভেস্ট করে ফেলেছিলাম এখানে; আমার সবকিছু। বিশাল কর্মীবাহিনী নিয়েছি, বিশাল টেকনোলজি সেটআপ করেছি। ঠিক সেই সময় লকডাউন আসে। আমি তখন প্রতি রাতে ভাবতাম, এই মানুষগুলোকে কীভাবে বেতন দেব, কীভাবে এগিয়ে যাব! আজকে দেখেন, সেই নগদ সাড়ে সাত কোটি গ্রাহকের পরিবার। এটা সম্ভব হতো না, যদি আমি সেদিন ভেঙে পড়তাম।’

ঈদ উপলক্ষে নগদের মেগা ক্যাম্পেইন চলমান। বিএমডব্লিউ, সেডান গাড়ি থেকে শুরু করে অনেক পুরস্কারের এই ক্যাম্পেইনে চলছে দারুণ লেনদেন। তানভীর এ মিশুক জানান, এই ক্যাম্পেইন থেকে পাওয়া আয়ের টাকা বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেয়া হবে। গত বুধবার রাত অবধি ১৯ লাখ ৬৫ হাজার ৭৫০ টাকা আয় হয়েছে এই ক্যাম্পেইন থেকে।

তিনি বলেন, ‘কোনো কথা দিয়ে তাদের এই ট্রমা কমানো সম্ভব নয়। তবে আমরা যদি যে যার জায়গা থেকে কিছুটা হাত বাড়িয়ে দিই, তারা হয়তো বিশ্বাস পাবেন যে, তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন। এ লক্ষ্য থেকে আমরা রাতেই বোর্ডের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিই যে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকব আমরা। নগদের চলমান ক্যাম্পেইনে গ্রাহকের কোনো বাড়তি খরচ না হলেও আমরা মার্চেন্ট থেকে কিছু আয় পাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এই ক্যাম্পেইন থেকে যত টাকা আয় হবে, পুরোটা আমরা এই ক্ষতিগ্রস্তদের দিয়ে দেব।

এদিকে প্রতিমন্ত্রী পলক নগদের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলাপে বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার পরিকল্পনা করেছি। পাশাপাশি যারা সমাজে সামর্থ্যবান মানুষ আছেন, তাদের উৎসাহ দেয়াও আমাদের এ উদ্যোগের কারণ। তারাও যেন এভাবে এগিয়ে আসতে পারেন। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব আমার পরিচিত সামর্থ্যবান যারা আছেন, তাদেরও উৎসাহিত করার জন্য।’

প্রতিমন্ত্রীর সঙ্গে আলাপে তানভীর এ মিশুক বলেন, ‘পাঁচ হাজার ব্যবসায়ীর এক হাজার কোটি টাকার হয়তো ক্ষতি হয়েছে। এ টাকাটা হয়তো সেভাবে প্রভাব ফেলবে না। কিন্তু এটা প্রমাণ করে যে, সরকার ও প্রাইভেট সেক্টর মিলে হাত মেলালে যেকোনো সময় মানুষের পাশে দাঁড়াতে পারে।’

তানভীর এ মিশুক একই সঙ্গে সব ব্যবসায়ী ও নগদ ব্যবহারকারীদের কাছে সহায়তার আহ্বান জানিয়ে বলেন, ‘ইন্ডাস্ট্রিতে যারা আছেন, সবাইকে আমি অনুরোধ করব নিজের পকেট থেকে হোক, সিএসআর ফান্ড থেকে হোক, আর বিজ্ঞাপনের খরচ কমিয়ে হোক, এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আজকে এই ব্যবসায়ীরা যে বিপদে পড়েছেন, কাল আমরাও পড়তে পারি। আমার সাড়ে সাত কোটি নগদ পরিবারের প্রতি আমার দাবি, যে যেভাবে পারেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াবেন। নগদ অ্যাপ থেকে ডোনেশন ট্যাবে গিয়ে বিদ্যানন্দ, মাস্তুল ফাউন্ডেশন আছে এরকম যেকোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন।’