Print Date & Time : 14 September 2025 Sunday 8:43 pm

পেরুতে ৮০০ বছরের পুরনো মমির সন্ধান

শেয়ার বিজ ডেস্ক: প্রায় ৮০০ বছরের পুরনো এক মমির সন্ধান মিলেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। দেশটির উপকূলীয়বর্তী এলাকায় খনন করে প্রাচীন সমাধিস্থল খুঁজে পায় একদল প্রত্নতাত্ত্বিক।

শনিবার (২৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রত্নতাত্ত্বিক দলের মুখপাত্র পিটার ভ্যান ডালেন লুনা রয়টার্সকে জানান, ‘যখন বহু বছরের পুরনো মমিটির সন্ধান পাই, তখন এটির হাত-পা গুটিয়ে ছিল। এমনকি দড়ি দিয়ে বাঁধা ছিল এবং মুখ ঢাকা অবস্থায় পাই’।

তবে উদ্ধারহওয়া মমটি পুরুষ না নারীর তা নিশ্চিত হতে পারেনি প্রত্নতাত্ত্বিক দল। মমিটি পরিত্যক্ত মন্দিরের সমাধিস্থল থেকে আবিষ্কার করা হয়। উদ্ধার হওয়া মমিটিকে আন্দিজ পার্বত্য অঞ্চলের কোন অধিবাসীর বলে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিক দলটির সদস্যরা।

এটি খতিয়ে দেখে বিস্তারিত জানানো হবে বলে জানান এই প্রত্নতাত্বিক। পেরুতে প্রায় সময় বহু বছরের পুরনো মমির সন্ধান পেয়ে আসছেন বিশেষজ্ঞরা।