শেয়ার বিজ ডেস্ক: পেরু ও ইকুয়েডরে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। দেশ দুটির বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হওয়ায় অনেকে আহত হয়েছেন। খবর: আল জাজিরা।
গত শনিবার রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি দুই দেশে আঘাত হানে। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। ইকুয়েডরের মাচালা ও কুয়েনকার মতো শহরগুলোয় বেশ কিছু ভবন ধসে পড়েছে এবং অনেক গাড়ি ভেঙে গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ১২টা ১২ মিনিটে দেশ দুটিতে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর উৎসস্থল ছিল ভূগর্ভের ৪১ মাইল গভীরে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল হলো পেরুর সীমান্তবর্তী ইকুয়েডরের বালাও মিউনিসিপ্যালিটির কাছে। পেরুভিয়ান সিসমোলজিক্যাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ০ মাত্রা বলেছিল। কিন্তু এর কয়েক ঘণ্টা পর জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭ মাত্রার।
ইকুয়েডরের সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে এল ওরো প্রদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এ প্রদেশে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আর আজুয়ায় প্রদেশে দুজনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন, সে তথ্য দেয়নি দেশটি।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এল ওরো প্রদেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে একটি হাসপাতালে আহত ব্যক্তিদেরও দেখতে যান তিনি। টুইটারে দেয়া এক ভিডিও পোস্টে প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেন, আমি কেবল মাচালা শহর পরিদর্শন শেষ করেছি… আমি সরকারি সহায়তা ও প্রয়োজনীয় সম্পদের সরবরাহ করার অনুমোদন দিয়েছি।
পেরুর সরকারি হিসাব অনুযায়ী, ইকুয়েডরের সীমান্তে পেরুর তুম্বেস শহরে মাথায় ইট আঘাতে চার বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ শহরে ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।