Print Date & Time : 10 September 2025 Wednesday 12:54 am

পোষা প্রাণী নিয়ে চড়া যাবে না

নিজস্ব প্রতিবেদক :‘পোষা প্রাণী নিয়ে কেউ মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন না’ এমন বিধিনিষেধ দিয়ে রেখেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। গতকাল  মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি বিধিনিষেধ লিখে রাখা হয়েছে দেয়ালে।

কাউন্টার প্লাজার দ্বিতীয় তলায় রাখা সতর্কবার্তায় বলা হয়েছে, মেট্রোরেলে কোনো ধরনের পোষা প্রাণী বহন করা যাবে না। বিপজ্জনক বস্তু বহন করা যাবে না। মেট্রোর প্ল্যাটফর্মে পানের পিক বা থু থু ফেলা যাবে না। প্ল্যাটফর্ম ও মেট্রো ট্রেনে খাওয়া দাওয়াও নিষেধ। প্ল্যাটফর্মের কোথাও কোনো ময়লা ফেলা যাবে না। এছাড়া মেট্রোরেলে ওঠানামার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না।