Print Date & Time : 6 July 2025 Sunday 9:52 pm

প্যারামাউন্ট টেক্সটাইলের দর বাড়ার কারণ নেই

শেয়ার বিজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর বাড়ার পেছনে কোনো সঙ্গত কারণ নেই। অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটিই জানিয়েছে কোম্পানিটি।

ডিএসই’র তথ্যমতে, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর গত ১৯ নভেম্বর থেকে একটানা বাড়ছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৪২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ১০ টাকা ২০ পয়সা বেড়েছে। এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ‘সাম্প্রতিক শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই’ বলে কোম্পানির কর্তৃপক্ষ জানায়।