Print Date & Time : 10 September 2025 Wednesday 12:33 pm

প্যারামাউন্ট টেক্সটাইলের সহযোগী কোম্পানির বাণিজ্যিক উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি’র সহযোগী কোম্পানি ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেড বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এর প্রতিনিধিদের উপস্থিতিতে গত বৃহস্পতিবার থেকে ইন্ট্রাকো সোলার পাওয়ারের বাণ্যিজ্যিক উৎপাদন শুরু করেছে। ইন্ট্রাকো সোলার পাওয়ারের মালিকানাধীন ৩০ মেগাওয়াট (এসি) গ্রিড টাইড সোলার পিভি পাওয়ার প্লান্টটি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার শৌলমারি গ্রামে অবস্থিত। এর আগে গত ১৬ নভেম্বর ২০২০ তারিখে ঘোষণা দিয়ে ইন্ট্রাকো সোলার পাওয়ার লিমিটেডের ৮০ শতাংশ কেনে প্যারামাউন্ট টেক্সটাইল। এই শেয়ার কিনতে প্যারামাউন্ট টেক্সটাইলের ১৮ কোটি ৪৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হয়।

উল্লেখ্য, বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৬২ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৯৮ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটির ১৬ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫৩২ শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৬০ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক আট দশমিক ৯৩ শতাংশ, বিদেশি চার দশমিক ১০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৬ দশমিক ০২ শতাংশ শেয়ার।