প্রক্টরসহ চবির প্রশাসনিক দায়িত্ব থেকে ১৭ শিক্ষকের পদত্যাগ

প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা ১৭ শিক্ষক পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ জানিয়েছেন, পদত্যাগী শিক্ষকদের মধ্যে প্রক্টর ও শহীদ আব্দুর রব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রবিউল হাসান ভূঁইয়াও রয়েছেন।

পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক রবিউল বলেন, অ্যাকাডেমিক ও গবেষণার কাজে মনোনিবেশ করার জন্য আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। চিঠিতে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। বিভিন্ন পর্ষদের অনেকে পদত্যাগপত্র জমা দিয়েছে বলে শুনেছি। তারা কী কারণে পদত্যাগ করেছেন, তা আমার জানা নেই।

ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদারকে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রেজিস্ট্রার।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম, শহিদুল ইসলাম, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল তš§য় ও গোলাম কুদ্দুস লাভলু।

আবাসিক শিক্ষকের দায়িত্ব থেকে পদত্যাগকারীরা হলেনÑশাহরিয়ার বুলবুল, ফারজানা আফরিন রুমকি, অনাবিল ইহসান, এইচ এম আব্দুল্লাহ আল মামুন, রমিজ আহমদ, শাকিলা তাসমিন, নাসরিন আক্তার, শাহ আলমগীর, উম্মে হাবিবা ও ঝুলন ধর।

এছাড়া ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী এক শিক্ষক বলেন, আমরা দায়িত্ব নেয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির উন্নয়ন ও শিক্ষার মান বজায় রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। কিন্তু শিক্ষার্থীদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় আমরা বারবার ব্যর্থ হয়েছি। তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখতে ১৮টি পর্ষদের দায়িত্বপ্রাপ্ত ১৭ শিক্ষক অব্যাহতি নিয়েছে।