Print Date & Time : 6 September 2025 Saturday 10:27 am

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে ব্যাংক এশিয়ার চুক্তি

কর্মীদের জন্য গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এম. জালালুল আজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন ও এসএম ইকবাল হোছাইন, এসইভিপি এসএম আনিসুজ্জামান এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম ভুঁইয়া, ইভিপি মোহাম্মদ শাহ আলম কিরণসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি