Print Date & Time : 13 August 2025 Wednesday 1:10 am

প্রণোদনা প্যাকেজের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: নভেল করোনাভাইরাসের ক্ষতি মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদত্ত ঋণ যথাযথ খাতে ব্যবহƒত হচ্ছে না। কিছু কিছু ঋণ অনুৎপাদনশীল খাতে ব্যবহƒত হচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে সেই ঋণ দিয়ে গ্রাহকের বিদ্যমান অপর ঋণের দায় সমন্বিত হচ্ছে। প্রণোদনা প্যাকেজের জন্য অনুসরণীয় নির্দেশনা যথাযথভাবে পরিপালন করা না হলে প্রণোদনা প্যাকেজের মূল উদ্দেশ্য ব্যাহত হবে, যা কোনোভাবে কাক্সিক্ষত নয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কভিড-১৯ এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকার এবং বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ঋণের সদ্ব্যবহার নিশ্চিতকরণে নিয়মিত মনিটর করা করতে হবে। পাশাপাশি প্রণোদনা প্যাকেজের আওতায় দেয়া ঋণ যাতে অনুৎপাদনশীল খাতে ব্যবহƒত না হয় সে লক্ষ্যে বিতরণকৃত ঋণের সদ্ব্যবহারের বিষয়টি অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের মাধ্যমে যাচাইপূর্বক নিশ্চিত হওয়ার জন্যও আপনাদের পরামর্শ দেয়া হলো।