Print Date & Time : 11 September 2025 Thursday 12:44 am

প্রতারণার অভিযোগে দুই নারী গ্রেপ্তার

প্রতিনিধি, সাভার (ঢাকা): সাভারে বিজ্ঞাপন দিয়ে পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার মামলায় দুই নারী তান্ত্রিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার গ্রেপ্তাদের আদালতে পাঠায় ঢাকার জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে, ভোর রাতে সাভারের অমরপুরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনÑসাভারের বেদে পল্লির ছোট অমরপুর এলাকার মৃত আব্দুল সামাদের মেয়ে ও তোরাব আলীর স্ত্রী আসমানি বেগম শীতা রানী (৭০) ও তার মেয়ে মোসা. শিউলি বেগম (৪০)।