Print Date & Time : 4 September 2025 Thursday 10:38 pm

ডায়মন্ড ওয়ার্ল্ডে চলছে ঈদ ক্যাশ ব্যাক অফার

প্রতিদিন প্রথম ১০ জন পাচ্ছেন স্পেশাল গিফট

নিজস্ব প্রতিবেদক : ডায়মন্ড ওয়ার্ল্ডে এবারের ঈদে বিশ্বসেরা ডিজাইন ও গুণগত মানের পাশাপাশি রয়েছে প্রতিটি কেনাকাটায় স্ক্র্যাচকার্ডের মাধ্যমে ডায়মন্ড, গোল্ড ও প্লাটিনামের সব জুয়েলারিতে নিশ্চিত ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক। রয়েছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়াও প্রথম ১০ ক্রেতার জন্য থাকছে স্পেশাল গিফট।
রয়েছে সব ডায়মন্ড জুয়েলারির ওপর ২৫ শতাংশ ডিসকাউন্টসহ ইএমআই (কিস্তি) সুবিধা। সবচেয়ে বড় আকর্ষণ ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিটি শোরুমেই প্রথম ১০ জন গ্রাহক পাবেন ফ্রি স্পেশাল গিফট। ক্রেতারা সুযোগটি গ্রহণ করতে পারবেন দেশের সব ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম থেকে শুধুমাত্র চাঁদরাত পর্যন্ত।
অন্যদিকে অনলাইন অর্ডারে রয়েছে সব ডায়মন্ড জুয়েলারিতে ২৫ শতাংশ ডিসকাউন্টের সাথে অতিরিক্ত আরও ৫ শতাংশ ডিসকাউন্ট, ফ্রি হোম ডেলিভারিসহ কিস্তি সুবিধা এবং স্পেশাল স্ক্রিমের জুয়েলারি। অফারটি চলবে চাঁদরাত পর্যন্ত শুধুমাত্র অনলাইনে।
বিস্তারিত জানতে (২৪/৭) কল করা যাবে ০১৭১৩-১৯৯২৭০ নম্বরে এবং ভিজিট করা যাবে https://www.diamondworldltd.com/EID-Scheme লিংকে।