প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন ও ডেলিভারি বেড বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

সদর উপজেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর

রশীদ প্রমুখ।