Print Date & Time : 27 August 2025 Wednesday 10:49 am

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাহবুব আলম শিফুল নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ধর্ষণের অভিযোগ এনে দুপুরে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভিকটিমের পরিবার।

গ্রেফতার শিফুল কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের বাচ্চুর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। দীর্ঘদিন থেকে তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় বসবাস করছে।

ভিকটিমের পরিবার জানায়, গত কয়েকমাস যাবত ভয়ভীতি দেখিয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীটিকে ধর্ষণ করে আসছিল ছাত্রলীগ নেতা শিফুল। সোমবার (৫ ডিসেম্বর) সকালে (কিশোরীর) ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার সময় ঘটনাটি ওই কিশোরীর চাচী দেখে ফেলে। পরে তার (চাচী মারজাহান আক্তার) শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শিপুল। এই ঘটনায় ওই কিশোরীর চাচী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় রাতে বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে শিপুলকে গ্রেফতার করে পুলিশ।

লক্ষ্মীপুর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় যুবককে গ্রেফতার করা হয়েছে।