Print Date & Time : 7 July 2025 Monday 1:34 pm

প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিনিধি, রাজশাহী : তানোরে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষকের নাম জসিমুদ্দিন প্রামাণিক (৬৪)। তিনি উপজেলার কলমা ইউপির হিরানন্দপুর গ্রামের মৃত হানু প্রামাণিকের ছেলে। এ ঘটনায় ওই প্রতিবন্ধীর ভাতিজা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কলমা ইউপির একটি গ্রামের এক বুদ্ধিপ্রতিবন্ধী নারী (৩৭) বাড়িতে একা থাকাকালে প্রতিবেশী জসিমুদ্দিন দীর্ঘদিন ধরে খারাপ প্রস্তাব দিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গত ২২ মে রাত সোয়া ৯টায় ওই প্রতিবন্ধীকে তিনি ধর্ষণ করেন। গত বুধবার রাত ৯টায় আবারও ধর্ষণের চেষ্টা করেন তিনি।

তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, ঘটনাটি নিয়ে ভিকটিমের ভাতিজা বাদী হয়ে ধর্ষক জসিমুদ্দিনকে আসামি করে থানায় মামলা করছেন। ধর্ষককে কারাগারে পাঠানো হয়েছে।