Print Date & Time : 29 August 2025 Friday 5:52 am

প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন হলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা বিভাগের সাবেক সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমান চেয়ারপারসন মফিজুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। সোমবার (৭ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে পরিকল্পনা কমিশনের শিল্প-শক্তি বিভাগের সদস্য (সচিব) ছিলেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। মাস তিনেক আগে তিনি পরিকল্পনা বিভাগের সচিবের দায়িত্ব পালন শেষে অবসরে যান।

প্রদীপ চক্রবর্তী বিসিএস ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। ৪২তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী এই কর্মকর্তা নেত্রকোনার শহিদ বুদ্ধিজীবী কামিনী কুমার চক্রবর্তীর কনিষ্ঠ পুত্র। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ১৯৮৪ সালে স্নাতক ও ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরিকল্পনা কমিশনে আসার আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদোন্নতি পেয়ে তিনি পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ পান। তিনি দীর্ঘদিন সুরক্ষা সেবা বিভাগের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়া মাঠ প্রশাসনেও গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এ কর্মকর্তা।

নতুন দায়িত্বের বিষয়ে জানতে চাইলে প্রদীপ রঞ্জন চক্রবর্তী শেয়ার বিজকে বলেন, সরকার আমাকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগ দিয়েছে। আমি আগে যেভাবে দায়িত্ব পালন করেছি, দেশের স্বার্থে ভবিষ্যতেও সেভাবেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।