Print Date & Time : 7 July 2025 Monday 10:46 am

প্রত্যাবাসিত দিনের ডলার রেট পাবেন রপ্তানিকারকরা

নিজস্ব প্রতিবেদক: রপ্তানি আয় প্রত্যাবাসিত দিনের রপ্তানিকারকদের ডলার রেট দেয়ার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা দেয়া ছিল গত বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে এখন সময় তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে যেদিন রপ্তানি আয় নগদায়ন করা হবে, ওই দিনের ডলারের বিনিময় দর অনুসারে টাকা পাবেন রপ্তানিকারকরা। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত বছরের ৩০ অক্টোবর রপ্তানি আয় প্রত্যাবাসিত দিনের ডলার রেট দেয়ার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। তার আগে ডলার রেট বাড়তে থাকায় অনেক ব্যবসায়ী বেশি রেট পাওয়ার আশায় রপ্তানি আয় নির্ধারিত সময়ে আনেননি। তাই বাংলাদেশ ব্যাংক গত বছরের মার্চে একটি নির্দেশনা দিয়ে বলে, রপ্তানি আয় ১২০ দিনের মধ্যে দেশে আনার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়ের মধ্যে রপ্তানি আয় আনতে না পারলে পরবর্তী যে সময় আনা হোক গ্রাহক পেমেন্ট পাবে শিপমেন্ট হওয়ার ১২০ দিনের দিন যে হার ছিল, সেই হারে এবং অতিরিক্ত টাকা সংশ্লিষ্ট এডি শাখার সান্ড্রি হিসেবে সংরক্ষণ করতে হবে, যা ছক আকারে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

তবে গতকাল নতুন নির্দেশনা অনুযায়ী, এখন যেদিন রপ্তানি আয় দেশে প্রত্যাবাসিত হবে, ওই দিনের বিনিময় হার অনুযায়ী ডলার রেট পাবে রপ্তানিকারকরা। নতুন নির্দেশনায় সময় তুলে দেয়া হয়।