Print Date & Time : 19 August 2025 Tuesday 4:07 am

প্রথম একসঙ্গে সালমা-বিউটি

শোবিজ ডেস্ক : রিয়েলিটি শো’র মাধ্যমে অসংখ্য দর্শক-ভক্ত-শ্রোতার ভোটে নির্বাচিত হয়েছেন সংগীতের দুই প্রিয়মুখ বিউটি (২০০৫) ও সালমা (২০০৬)। তাও প্রায় এক যুগ আগের খবর।
এদের দু’জনই ফোক ঘরানার গান গেয়ে নিজেদের অবস্থান অটুট রেখে চলেছেন। নিজেদের মধ্যে সম্পর্কটাও বেশ উষ্ণ। অথচ এত বছর একসঙ্গে কোনো গান গাওয়া হয়নি তাদের।

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর জন্য এবারই প্রথম তারা একসঙ্গে গাইলেন।

লালন সাঁইয়ের শ্রোতাপ্রিয় ‘করি মানা কাম ছাড়ে না’ গানটি তারা কণ্ঠে তুলেছেন। যার নতুন সংগীতায়োজন করেছেন আরফিন রুমি। সালমা জানান, আগামী ৭ এপ্রিল বিটিভির স্টুডিওতে গানটির ভিডিও চিত্রায়ন হবে।

উল্লেখ্য, আনজাম মাসুদের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় ‘পরিবর্তন’-এর নতুন পর্বটি প্রচার হবে ১৬ এপ্রিল, রোববার রাত সাড়ে ১০টায় বিটিভিতে।