প্রথম জুয়েলারি এক্সপোর পর্দা উঠল

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী বাংলাদেশ জুয়েলারি এক্সপো উদ্বোধন করা হয়েছে। গতকাল ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এ এক্সপো উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। প্রথমবারের মতো আয়োজিত এ মেলা শেষ হবে আগামীকাল। অনুষ্ঠানে বক্তব্য দেন বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা, সাবেক সভাপতি ড. দিলীপ রায় প্রমুখ। বিজ্ঞপ্তি