Print Date & Time : 10 September 2025 Wednesday 7:18 am

প্রথম দিন এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ৩১,৪৪৭

নিজস্ব প্রতিবেদক: দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন মোট অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৪৭ পরীক্ষার্থী। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে। 

কন্ট্রোল রুমের তথ্যমতে, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চার হাজার ২২২ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক হাজার ৬০৭ জন, রাজশাহী শিক্ষা বোর্ডের এক হাজার ৭২০ জন, বরিশাল শিক্ষা বোর্ডের এক হাজার ২৬ জন, সিলেট শিক্ষা বোর্ডের ৯৪০ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডের দুই হাজার ২৪৬ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডের দুই হাজার ৬১৮ জন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৯৭৮ জন এবং যশোর শিক্ষা বোর্ডের এক হাজার ৮৩৪ জন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ১৫ লাখ আট হাজার ৮১৯ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ পরীক্ষার্থী। অনুপস্থিত ১৭ হাজার ১৯২ জন। অনুপস্থিতির হার এক দশমিক ১৪।

এ ছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে চার পরীক্ষার্থীকে।