Print Date & Time : 7 July 2025 Monday 2:52 am

প্রথম প্রান্তিকে ইপিএস কমেছে এডিএন টেলিকমের

নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদ সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ে লিমিটেডের আরও ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এক কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে নতুন করে ৪০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করলে ইন্টারন্যাশনাল গেটওয়ের ৮০ শতাংশ শেয়ারের মালিকানা থাকবে এডিএন টেলিকমের কাছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ০১ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় ৩২ পয়সা কমেছে।