নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় এক টাকা ২৭ পয়সা বেড়েছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫ পয়সা। অর্থাৎ, ইপিএস বেড়েছে এক টাকা ২৭ পয়সা। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৭১ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৫ পয়সা (লোকসান)।
এদিকে সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৭৪ পয়সা। ৩০ জুন, ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৮ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮৫ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর।
এদিকে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ৩৮ শতাংশ বা ৯০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ২৩৭ টাকা ২০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২৩৭ টাকা ২০ পয়সা। ওইদিন দুই লাখ ২০ হাজার ৫০৪টি শেয়ার মোট ৪৮৯ বার হাতবদল হয়, যার বাজারদর পাঁচ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা। দিনভর শেয়ারদর ২৩৫ টাকা থেকে ২৪৩ টাকায় লেনদেন হয়। এক বছরের মধ্যে শেয়ারদর ৬৯ টাকা ৭০ পয়সা থেকে ২৪৯ টাকার মধ্যে ওঠানামা করে।
ওষুধ ও রসায়ন খাতের ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটি ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৩১ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ২৩২ কোটি আট লাখ টাকা। কোম্পানিটির মোট ২৩ কোটি ১০ লাখ শেয়ার রয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৩৪ দশমিক শূন্য পাঁচ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ৩৫ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে।