নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। আর এ প্রান্তিকে তাদের শেয়ারপ্রতি লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল ৪৫ পয়সা (লোকসান)। অর্থাৎ শেয়ারপ্রতি লোকসান ৯৯ পয়সা বেড়েছে। এছাড়া ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪৩ টাকা ২১ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ১ টাকা ৮৮ পয়সা (ঘাটতি), যা আগের বছর একই সময় ২ টাকা ৫২ পয়সা ছিল।
কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪৪ টাকা ৬৩ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভার আহ্বান জানানো হয়েছে। আর এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল গত ১৭ ডিসেম্বর।
প্রকৌশল খাতের ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ৬০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪০ লাখ টাকা। কোম্পানিটির মোট দুই কোটি ৬৪ লাখ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৮ দশমিক ০৮ শতাংশ, সরকারি ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১২ দশমিক ০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৮ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে।
এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ০৭ শতাংশ বা ৫ টাকা ৭০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১০৬ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১০৬ টাকা ৯০ পয়সা। দিনজুড়ে ১৯ হাজার ৪৩৪ শেয়ার মোট ২১৪ বার হাতবদল হয়, যার বাজারদর ২০ লাখ ৬০ হাজার টাকা। এক বছরে শেয়ারদর সর্বনিম্ন ৯১ টাকা থেকে সর্বোচ্চ ১৮৩ টাকা ৭০ পয়সায় হাতবদল হয়।