প্রথম বছরে ১০% মজুরি বৃদ্ধির প্রস্তাব ফোর্ডের

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফোর্ড মোটর কোম্পানি কানাডার ইউনিয়ন ইউনিফোরের কর্মীদের সর্বোচ্চ ২৫ শতাংশ মজুরি বৃদ্ধি করা হবে বলে প্রস্তাব দিয়েছে। এজন্য এক চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে দুই পক্ষ। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইউনিফোর। খবর: রয়টার্স।

চুক্তির আওতায় প্রথম বছরে ১০ শতাংশ মজুরি বৃদ্ধি করা হবে। এরপর দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে ২ ও ৩ শতাংশ মজুরি বৃদ্ধি করা হবে। এছাড়া প্রথম বছরের বোনাস হিসেবে প্রত্যেক কর্মীর জন্য ১০ হাজার ডলার বরাদ্দ রাখা হবে।

এ প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রতি মাসে কাজের ওপর ভিত্তি করে বোনাস ও বিশেষ ভাতা দেয়া হবে। এছাড়া কর্মীদের হাইব্রিড পেনশন স্কিমের আওতায় আনা হবে। প্রচলিত ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন (আইসিই) চালিত গাড়িগুলোকে ইলেকট্রিক ভেহিকেলে (ইভি) রূপান্তর করতে অ্যাসেম্বিলিং ফ্যাসিলিটিজ বৃদ্ধির পরিকল্পনা করছে ফোর্ড। এ কারণে বিনিয়োগ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

ইউনিফোরে কানাডার ৫ হাজার ৬০০ শ্রমিক রয়েছে। ইউনিয়ন জানায়, কানাডায় ফোর্ডের নেতারা এ সম্ভাব্য চুক্তিকে সমর্থন করছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ) ইউনিয়নের সদস্যরা জেনারেল মোটরস, ফোর্ড এবং স্টেল্যান্টিসের বিরুদ্ধে ধর্মঘট শুরু করে। মিশিগান, মিসৌরি এবং ওহাইওর তিনটি অটো প্ল্যান্ট থেকে প্রায় ১৩ হাজার শ্রমিক এই ধর্মঘটে যোগ দেন। তাদের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে ফোর্ড।

অর্থনীতিবিদরা বলেন, ধর্মঘটের ফলে বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে, সরবরাহ শৃঙ্খল বিঘœ হতে পারে এবং অন্যান্য আর্থিক সমস্যা হতে পারে।

ইউএডব্লিউয়ের ৮৮ বছরের ইতিহাসে এটিই প্রথম বিক্ষোভ। ইউএডব্লিউ শ্রমিকদের সঙ্গে গত শক্রবার ওই ৩৮টি প্রতিষ্ঠানের কর্মীরা যোগ দেয়ায় ১০ শতাংশ সদস্য বা প্রায় ১৮ হাজার ৬০০ শ্রমিক বিক্ষোভে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন।

এদিকে ইউএডব্লিউ ইউনিয়নের বিক্ষোভের সমর্থনে কর্মীদের সঙ্গে যোগ দেয়ার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিক্ষোভকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘটের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমি মঙ্গলবার মিশিগানে ইউএডব্লিউয়ের সঙ্গে পিকেটিংয়ে যোগ দেবো। বরাবরই আমি ইউনিয়নপন্থি। তিনি বলেন, কর্মীদের দাবিগুলো শ্রমিক ও মালিক দুই পক্ষের জন্যই লাভজনক। তাদের শর্ত পূরণ করা হলে আমেরিকার অটো উৎপাদন আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

পিকেট লাইনে বাইডেন যোগ দিলে তার উপস্থিতি আমেরিকার আধুনিক ইতিহাসে কোনো প্রেসিডেন্টের জন্য প্রথম বিক্ষোভে অংশ নেয়া হবে।

বিশ্লেষকদের দাবি, ধর্মঘটের সময়সীমা আরও বাড়ানোর ফলে অন্তত ২০টি রাজ্যের জেনারেল মোটরস (জিএম) ও স্টেল্যান্টিস কোম্পানির মালিকানাধীন প্ল্যান্টগুলো ক্ষতিগ্রস্ত হবে।

অবশ্য ফোর্ডের ওপর এখনও কর্মীদের ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। এক ভিডিও কনফারেন্সে ইউএডব্লিউ প্রেসিডেন্ট শন ফাইন জানান, ধর্মঘট চলাকালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের ‘স্বাভাবিক অগ্রগতি’ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমাদের এখনও অনেক গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে কাজ করতে হবে। তবে আমরা এটিও দেখাতে চাই, ফোর্ডের অগ্রগতিই প্রমাণ করেছে তারা কর্মীদের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত। এক্ষেত্রে জিএম ও স্টেল্যান্টিস অবশ্য ভিন্ন গল্প শোনাচ্ছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ধর্মঘটের সময়সীমা বাড়ানো ও তাদের সঙ্গে যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর যোগদান নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য মারাত্মক পরিণতি এনে দিতে পারে। দীর্ঘমেয়াদে কর্মীরা বিক্ষোভ অব্যাহত রাখলে শিগগির বাজারে গাড়ির যন্ত্রাংশের ঘাটতি দেখা দেবে। এতে ভুক্তভোগী হবেন ক্রেতারাও।  গাড়ির চড়ামূল্যের কারণে অনেকেই নতুন গাড়ি কেনা থেকে পিছিয়ে আসবেন।