Print Date & Time : 11 September 2025 Thursday 3:58 pm

প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যুবকের নাম জীবন (৩০)। সে সদরের নয়াগাঁও মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেসরিলিজের মাধ্যমে পুলিশ এ খবর নিশ্চিত করেছেন।

জেলা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, সন্ধ্যা ৬টার দিকে শিশুটি একা তার নানার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় শিশুটিকে আড়ালে নিয়ে যায় জীবন। পরে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে মা ও নানী ছুটে আসলে আসামি পালিয়ে যায়।

স্বজনরা শিশুটিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতাউল করিম সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটের দিকে ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসে তাঁর বাবা। প্রাথমিকভাবে শিশুটির নিন্মাঙ্গে কিছু আচর কাটার চিহ্ন পাওয়া গেছে, তবে ধর্ষণ হয়েছে কিনা সেটি ডাক্তারি পরিক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা। শিশুটিকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, “এ ঘটনা উল্লেখ করে শিশুটির বাবা মামুন মুন্সীগঞ্জ সদর থানায় একটি ধর্ষনের মামলা দায়ের করেন। পরে রাতেই জীবনকে আটক করা হয়। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।