Print Date & Time : 2 September 2025 Tuesday 9:37 pm

প্রধানমন্ত্রীকে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূতের অভিনন্দন

শেয়ার বিজ ডেস্ক :

পদ্মা সেতু সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ অভিনন্দন জানিয়েছেন কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ এ এইচ হায়াত । । খবর: বাসস

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ কথা বলেন।   

পদ্মা সেতু উদ্বোধনের ফলে বাংলাদেশের সকল ধরনের মানুষ আনন্দিত ও উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বেরও ভূয়শী প্রশংসা করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সম্পর্ক জোরদারে আন্তরিক প্রচেষ্টার জন্য কুয়েতের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।তিনি রাষ্ট্রদূতকে বলেন, তার সরকার বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যার মধ্যে রয়েছে চাকরির সুযোগ সৃষ্টি, জমি ও ঘর প্রদান করা, যাতে প্রত্যেক নাগরিকের নিজস্ব ঘর থাকে।

কুয়েত সরকার বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন  ও বাংলাদেশ থেকে কুয়েতে আরো দক্ষ ও আধা-দক্ষ জনবল নিয়োগের আহ্বান জানান।

কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে কুয়েতের প্রতি সরকারের সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।