প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে যমুনা ব্যাংকের অনুদান

যমুনা ব্যাংক লিমিটেড প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২-এ ৪ কোটি টাকার অনুদান দিয়েছে। সারাদেশের সুবিধাবঞ্চিত ও গৃহহীনদের ঘর দেয়ার লক্ষ্যে এ টাকা অনুদান করেছে যমুনা ব্যাংক। যমুনা ব্যাংক এবং যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেক হস্তান্তর করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি