Print Date & Time : 6 September 2025 Saturday 5:26 pm

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রূপালী ব্যাংকে মিলাদ মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে রূপালী ব্যাংকে আলোচনা, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজারে রূপালী ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সব জোনাল ম্যানেজার এবং শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় এ দোয়া করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি