প্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক:‘নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর স্থগিত করা হয়েছে’ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল ঢাকায় মুজিববর্ষ উদ্যাপনে আন্তর্জাতিক উপকমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

‘দুদিনের দ্বিপক্ষীয় সফরে আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রীর জাপানে যাওয়ার কথা ছিল। জাপানের রাজার সঙ্গেও সাক্ষাতের ব্যবস্থা হয়েছিল। কিন্তু জাপানেও করোনাভাইরাসের কারণে ওই সফর স্থগিত করা হয়েছে,’ বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়ে পরে কোনো এক সময়ে জাপান সফরে যাব। তাতে তাদের কোনো আপত্তি নেই। আমরা যেখানে যাই, প্রধানমন্ত্রী গেলে একটা বড় ব্যবসায়িক প্রতিনিধি যায়, আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়ে। তারা বলেছে, এই মুহূর্তে বড় প্রতিনিধিদল যেভাবে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করেÑএমন বড় জমায়েত বোধহয় এ প্রেক্ষিতে সম্ভব নয়।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নভেল করোনাভাইরাসের কারণে ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত হলেও পরে সুবিধাজনক সময়ে সেই আয়োজন হবে। আমন্ত্রিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের চিঠি লিখে প্রধানমন্ত্রী মার্চের বড় আয়োজনগুলো সংক্ষিপ্ত করার বিষয় অবহিত করেছেন। বিশ্বের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং ওইসব দেশেও যেহেতু সমস্যা সৃষ্টি হয়েছেÑএর পরিপ্রেক্ষিতে আমরা এটা উদ্যাপন করব ভিন্ন আঙ্গিকে। এটাকে আমরা পুনর্বিন্যাস করেছি। সেই পরিপ্রেক্ষিতে তাদের জানানো হয়েছে, আমরা এভাবে করব, যেগুলো করতে চেয়েছিলাম এখন হচ্ছে না। এই অবস্থায় তারা সিদ্ধান্ত নেবেন, আসবেন কি না।’