প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে গতকাল জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের পক্ষ থেকে আট কোটি চার লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। বন্যার্তদের সহায়তার জন্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন দফতর ও সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন থেকে এ অর্থ প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি
