বন্যাদুর্গতদের সাহায্যার্থে সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০০ কোটি টাকা অনুদান দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্যসচিব আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন। এসময় অনুদান হিসেবে ১১ কোটি টাকার চেক হস্তান্তর করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা হক সিকদারের পক্ষে চেক হস্তান্তর করেন তার ছেলে রিক হক শিকদার ও মেয়ে পারভীন হক সিকদার। বিজ্ঞপ্তি
