প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এমটিবির সহায়তা প্রদান

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের মাঝে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকার সহায়তা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এ অনুষ্ঠানে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে অংশ নেন। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এমটিবির চেয়ারম্যান মো. ওয়াকিল উদ্দিনের কাছ থেকে ১০ কোটি টাকা সমমানের একটি চেক গ্রহণ করেন। বিজ্ঞপ্তি