Print Date & Time : 1 September 2025 Monday 8:53 am

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

এর আগে গত ১১ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাইকমিশনার দোরাইস্বামীর সম্মানে বিদায়ী লাঞ্চের আয়োজন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সেখানে পররাষ্ট্র সচিব দোরাইস্বামীকে বাংলাদেশের সত্যিকারের বন্ধু হিসেবে আখ্যায়িত করেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করেন বিক্রম দোরাইস্বামী।

২০২০ সালের অক্টোবরে ঢাকায় আসেন হাইকমিশনার দোরাইস্বামী। প্রায় দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতের রাষ্ট্রদ‚ত হতে যাচ্ছেন।