Print Date & Time : 12 September 2025 Friday 12:43 am

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা দেশে ফেরা প্রবাসীর

আরিফ হোসেন, বরিশাল: দেশে গতকাল পালিত হয়েছে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১’। দিবসটি উপলক্ষে আগের দিন শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী দেখে কান্নায় ভেঙে পড়েন মালদ্বীপ থেকে ছুটিতে দেশে এসে পুনরায় কর্মস্থলে ফিরতে না পারা প্রবাসী রুবেল মিয়া।

বাণীতে অভিবাসী শ্রমিকরা যেন কোনো ধরনের শোষণ, বঞ্চনা ও হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু বরিশালের গৌরনদী পৌরসভার গেরাকুল গ্রামের বাসিন্দা প্রবাসী রুবেল মিয়া এখন প্রবাসে যাওয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

নতুন নিয়মে পাসপোর্টে কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে। এমনকি পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট অফিসে ঘুরেও মেয়াদ বৃদ্ধি করাতে পারছেন না রুবেল। তিনি বলেন, ‘অসহায় পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে ও বেকার সমস্যা দূর করতে ২০১২ সালে স্থানীয় পৌরসভা থেকে দেয়া জš§সনদ দিয়ে পাসপোর্ট করে মালদ্বীপে পাড়ি জমিয়েছি। সেখানকার একটি আবাসিক হোটেলে সুনামের সঙ্গে কাজ করে আসছিলাম। গত ৩০ আগস্ট দ্বিতীয়বারের মতো ছুটিতে বাংলাদেশে আসি। আমার পাসপোর্টে লাগানো ভিসার মেয়াদ রয়েছে এক বছর। ছুটি শেষে চলতি মাসের ৩ ডিসেম্বর আমার মালদ্বীপে ফেরার কথা ছিল।’

সূত্রমতে, এর আগে বিমানের টিকিটের জন্য রুবেল মিয়ার কর্মরত প্রতিষ্ঠান মালদ্বীপের হোটেল থেকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা হলে জানানো হয়, পাসপোর্টে চার মাসের মেয়াদ রয়েছে। নতুন নিয়মে কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে। তাই তাকে (রুবেল) জানানো হয় পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করার জন্য। এরপরই বাংলাদেশে শুরু হয় রুবেলের ভোগান্তি। প্রথম পর্যায়ে আগের হাতের লেখা জš§সনদ ডিজিটাল করাতে গিয়ে দেখেন তার (রুবেল মিয়া) নামে পৌরসভার সার্ভারে কোনো এন্ট্রি নেই। এমনকি তার জন্মসনদের সিরিয়ালে অন্য গ্রামের এক ব্যক্তির নাম অ্যান্টি করা হয়েছে।’

পরে নতুন করে জন্মসনদ উত্তোলন করে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করাতে গেলে জানানো হয়, এমআর পাসপোর্ট বন্ধ তাই ই-পাসপোর্ট করাতে হবে। কিন্তু রুবেল মিয়ার জন্মসনদ ও পাসপোর্ট অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের মিল না থাকায় দ্বিতীয় দফায় ভোগান্তিতে পড়তে হয়। এরই মধ্যে মালদ্বীপ থেকে জরুরিভিত্তিতে মেয়াদ বৃদ্ধির পাসপোর্ট প্রেরণের জন্য রুবেল মিয়াকে তাগিদ দেয়া হচ্ছে। নতুবা তার ভিসা বাতিল করা হবে বলেও জানানো হয়। ফলে শুধু এমআরপি পাসপোর্ট বন্ধ থাকার অজুহাতে এখনও পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছেন রুবেল মিয়া। জরুরিভাবে মেয়াদ বৃদ্ধির এমআরপি পাসপোর্টসহ কর্মস্থল মালদ্বীপে ফিরে যেতে তিনি (রুবেল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেছেন।