নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশে রূপান্তর, নারী ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর গামিনি লক্ষণ পিরিস।
সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী গতকাল সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। সাক্ষাতকালে তারা পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তারা দু’দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক দৃঢ় হয়েছে। ভবিষ্যতে তা আরও গভীর হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে কভিড ঝুঁকির মধ্যেও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজা পাকসে বাংলাদেশে আসায় প্রতিমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। প্রতিমন্ত্রী জানান, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের শিপিং সেক্টরের ব্যবসা বাণিজ্য প্রসারের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, বে অব বেঙ্গলে (বঙ্গোপসাগরে) শিপিংলাইনে বাংলাদেশ যত বেশি জায়গা করতে পারবে তত বেশি লাভবান হবে। ২০২৪ সালে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এবং ২০২৬ সালে কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মিত হলে শ্রীলঙ্কা সেগুলো ব্যবহার করতে পারবে। বাংলাদেশের অর্থনীতির বনিয়াদ শক্তিশালী হবে।
এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেবিরতে উপস্থিত ছিলেন।