নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শমূলক আলোচনা করার জন্য সাক্ষাতের অনুমতি চেয়ে পুনরায় চিঠি দিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। পুঁজিবাজার, বিনিয়োগকারী ও অংশীজনদের স্বার্থ রক্ষার্থে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন সংগঠনটির নেতারা।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল শনিবার সংগঠনটির সভাপতি এসএম ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠি
প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল আলোচনায় বসার জন্য প্রধান উপদেষ্টা বরাবর চিঠি পাঠিয়েছিল সংগঠনটি।
প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শমূলক আলোচনা করার জন্য সাক্ষাতের অনুমতি চেয়ে পুনরায় চিঠি প্রদানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের সমন্বয়ক ও মুখপাত্র নুরুল ইসলাম মানিক।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জুলাই বিপ্লব ২০২৪-এর পূর্ববর্তী সরকারের শাসনামলে চরম নাজুক অবস্থায় ছিল দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীরা। কিন্তু খুবই দুঃখজনক যে, ঐতিহাসিক জুলাই বিপ্লবের পর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মাঝে যে আশার সঞ্চার হয়েছিল, সেই প্রত্যাশা চরমভাবে হতাশায় পর্যবেশিত হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৯ এপ্রিল আপনার দপ্তরে এ বিষয়ে একটি চিঠি প্রেরণ করা হয়েছিল। এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে না পাওয়ায় পুনরায় আপনাকে স্মরণ করিয়ে দিলাম। আপনার সঙ্গে সাক্ষাতের অনুমতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।