Print Date & Time : 7 July 2025 Monday 10:15 am

প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে আবুল বাশার (৫০) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার স্থানীয় কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে আবুল বাসারের স্ত্রী পার্শ্ববর্তী ফার্মেসিতে ওষুধ কিনতে যান এবং তার সন্তান কৈখালী বাজারে যায়। এ সময় স্থানীয় কয়েকজন বাচ্চা ক্রিকেট বল খুঁজতে বাড়িতে ঢুকে গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।