প্রফেশনাল ডিগ্রির গুরুত্ব নিয়ে আইসিএমএবির সেমিনার

বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে উন্নত ক্যারিয়ার গঠন করতে প্রফেশনাল ডিগ্রির গুরুত্ব অপরিসীম মর্মে উল্লেখ করেছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন। সম্প্রতি আইসিএমএবির চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে অনুষ্ঠিত ‘ব্যয় ব্যবস্থাপনা হিসাবায়ন: ব্যবসায় গ্র্যাজুয়েটদের জন্য একটি উন্নত পেশা’ শীর্ষক সেমিনারে কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুশেন কুমার বড়–য়া সেশন চেয়ারম্যান ছিলেন। সিবিসি’র চেয়ারম্যান আসাদুর রহমানের সঞ্চালনায় সেমিনারে কমার্স কলেজের শিক্ষক আলাউদ্দিন আল আজাদ ও আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আলম বিশেষ অতিথি ছিলেন। বিজ্ঞপ্তি