প্রবাসীদের উন্নত ব্যাংকিংসেবা দেয়ায় সম্মাননা পেল জনতা ব্যাংক

প্রবাসী গ্রাহক ও রেমিটারদের উন্নত ব্যাংকিংসেবা দেয়ায় জনতা ব্যাংক লিমিটেডের এনআরবি করপোরেট শাখা বিশেষ সম্মাননা অর্জন করেছে। গত শুক্রবার স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশন এবং সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশন আয়োজিত ষষ্ঠ প্রবাসী দিবস পালন অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ শাখার এজিএম এমএম মহিতুর ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্কলার্স বাংলাদেশ ফাউন্ডেশনের আহ্বায়ক এম.ই চৌধুরী শামীম ও সদস্য সচিব দিলারা আফরোজ খান রুপা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি