Print Date & Time : 11 September 2025 Thursday 11:13 pm

প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্টে লাগবে না কোনো সত্যায়ন কপি

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে প্রবাসীদের দেশে বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে দূতাবাসের দলিলাদি বা সত্যায়ন কোনো কপি লাগবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, বিদেশে অবস্থানরত প্রবাসী ব্যক্তিদের হিসাব খোলার ক্ষেত্রে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংক কর্তৃক অন্যান্য বিষয়ের সঙ্গে যাচিত দলিলাদি বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়নের শর্ত আরোপ করা হয়ে থাকে, যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কোনো নির্দেশনায় উল্লেখ নেই।

এমআরপি পাসপোর্ট ও ই-পাসপোর্ট নির্দিষ্ট তথ্য যাচাই প্রক্রিয়া অবলম্বন করে ইস্যু করা হয় বলে বিদেশে অবস্থানরত প্রবাসী ব্যক্তিদের হিসাব খোলার ক্ষেত্রে বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংক সংশ্লিষ্ট দূতাবাস থেকে সত্যায়নের প্রয়োজন নেই। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।