Print Date & Time : 27 July 2025 Sunday 5:54 pm

প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হলেন আহমেদ মুনিরুছ

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান হলেন ড. আহমেদ মুনিরুছ সালেহীন। গতকাল থেকে তাকে তিন বছরের জন্য নিয়োগ দেয় সরকার। আহমেদ মুনিরুছ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

গতকালই তিনি ব্যাংকে গিয়েছেন বলে জানা গেছে। বিকালে চেয়ারম্যান হিসেবে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য বিদায়ী চেয়ারম্যান ও ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা। গতকাল ব্যাংকে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠক শেষে তাকে শুভেচ্ছা জানানো হয়।