প্রবাসী কল্যাণ ব্যাংকের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহিদ দিবস ২০২৩ উপলক্ষে শিশুদের মধ্যে এ দিবসের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে প্রবাসী কল্যাণ ব্যাংক। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। এছাড়া বাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক মো. নূর আলম সরদার, উপমহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপকসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি