প্রবাসী কল্যাণ ব্যাংকের আয়োজনে বিষয়ভিত্তিক কর্মশালা

প্রবাসী কল্যাণ ব্যাংকের ২০২২-২৩ অর্থবছরের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী পরিকল্পনার অংশ হিসেবে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিষয়ভিত্তিক কর্মশালা গত শুক্রবার সিলেটে আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং সভাপতি ছিলেন মহাব্যবস্থাপক মো. নূর আলম সরদার। কর্মশালায় এটুআই বিশেষজ্ঞ তৌফিকুর রহমান প্রশিক্ষণ দেন। কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা এবং সিলেট অঞ্চলের অঞ্চলপ্রধান ও শাখা ব্যবস্থাপক এবং অন্য কর্মকর্তারা অংশ নেন। বিজ্ঞপ্তি