আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া রিয়েলমির চতুর্থ ‘৮২৮ ফ্যান ফেস্টিভ্যাল’ উপলক্ষে ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী স্কাই লি স্বাক্ষরিত ‘রিয়েলমি’স সেকেন্ড স্টেজ অব গ্রোথ: আ রিফাইন্ড ফোকাস অন লং-টার্ম গ্রোথ’ শীর্ষক একটি খোলা চিঠি প্রকাশিত হয়েছে। খোলা চিঠিতে স্কাই লি জানিয়েছেন, ‘একটি স্টার্ট আপ প্রতিষ্ঠান হিসেবে আমরা প্রবৃদ্ধির দ্বিতীয় স্টেজে (ধাপে) প্রবেশ করেছি এবং এ ধাপে আমরা আমাদের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনের প্রতি মনোযোগী হবো। পণ্যের গুণগতমান ও বাজার সম্প্রসারিত করার বিষয়েও আমরা গুরুত্বারোপ করব।’
ডেয়ার টু লিপ প্রতিপাদ্যে উদ্বুদ্ধ হয়ে রিয়েলমি বিশ্বজুড়ে তরুণদের জন্য দুর্দান্ত দামে উন্নত পারফরম্যান্স ও ট্রেন্ডসেটিং ডিজাইনের ডিভাইস বাজারে নিয়ে আসছে। ৫জি প্রযুক্তির সুবিধা গ্রহণের মধ্য দিয়ে রিয়েলমি ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বছর প্রতি ১৬৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বিশ্বব্যাপী দ্রুততমবর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ডে পরিণত হয়েছে। রিয়েলমি প্রথমবারের মতো এর ৫জি ট্যাবলেট
‘রিয়েলমি প্যাড’ বাজারে উšে§াচনের মাধ্যমে এর এআইওটি পণ্যগুলোতে ফাইভজির প্রযুক্তির সংযোজন করেছে। ব্র্যান্ডটির লক্ষ্য হলো, ৫জি প্রযুক্তি ভিত্তিক গবেষণা ও ডেভেলপমেন্ট রিসোর্সে ৯০ শতাংশ বিনিয়োগের মাধ্যমে ৫জি প্রযুক্তির ব্যবহারকে আরও সহজ করে তোলা। বিজ্ঞপ্তি