Print Date & Time : 23 July 2025 Wednesday 5:24 pm

প্রবৃদ্ধি প্রকল্প ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের এমওইউ

শেয়ার বিজ ডেস্ক: দিনাজপুরের রাইসমিল শিল্পের পরিবেশগত ঝুঁকি কমিয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে সুইজারল্যান্ড ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘প্রবৃদ্ধি’ প্রকল্প ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মারকাস এহমান ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান গতকাল বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ চুক্তির অধীনে যৌথ গবেষণা, প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে রাইসমিল শিল্পের টেকসই উন্নয়নের সম্ভাব্য উপায়গুলো চিহ্নিত করা হবে। গবেষণায় প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো সমাধানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মারকাস এহমান পরিবেশগত সমস্যা মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনার ওপর জোর দিয়ে চুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন এবং উদ্যোগটি সফলভাবে স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রসার ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।  

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, এ চুক্তির মাধ্যমে সাশ্রয়ী পরিবেশবান্ধব উৎপাদন কৌশল চিহ্নিত করার মাধ্যমে রাইসমিল শিল্পের সার্বিক স্থায়িত্ব ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করা হবে।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) ও সুইসকন্টাক্টের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রবৃদ্ধি প্রকল্পটি বর্তমানে দেশের ছয়টি পৌরসভার সঙ্গে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে কাজ করছে। ২০২৪ সালের মধ্যে আরও দুটি পৌরসভা এই প্রকল্পে যুক্ত হবে।