Print Date & Time : 22 July 2025 Tuesday 10:03 pm

প্রভাতী ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ প্লাস’ ও ‘এসটি-২’

নিজস্ব প্রতিবেদক : ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) প্রকাশ করেছে বিমা খাতের প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটি তার ঋণমান হাতে পাওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তা স্টেকহোল্ডারদের জন্য প্রকাশ করে।

জানা গেছে, বিমা খাতের কোম্পানিটি দাবি পরিশোধের সক্ষমতায় দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’ এবং স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-২’। আর এ রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং সংস্থা আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। মূলত ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।