প্রভাবশালী ১০০ নারীর অর্ধেকই আফগান

শেয়ার বিজ ডেস্ক: চলতি বছরে বৈশ্বিক বিচারে অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী শীর্ষ ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। এবারের তালিকায় নাম থাকা ১০০ নারীর মধ্যে অর্ধেকই আফগানিস্তানের নাগরিক। এছাড়া স্থান পেয়েছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই, সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিয়ামে নাওমি মাতাফা, ভারতের আইনজীবী ও অধিকারকর্মী মঞ্জুলা প্রদীপ, সাবেক আফগান নারী পুলিশ সদস্য মোমেনা ইব্রাহিমি, আফগানিস্তানের বাণিজ্যিক উড়োজাহাজের প্রথম নারী পাইলট মহাদেসি মিরজায়ির মতো নারীরাও। খবর: বিবিসি। 

সমাজে লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নের জন্য বিশ্বজুড়ে সমাজ-সংস্কৃতি, রাজনীতি ও পেশাগত বিভিন্ন ক্ষেত্র থেকে নিয়মিত কাজ করে যাওয়া নারীদের স্বীকৃতি দিতে প্রতি বছর এ তালিকা প্রকাশ করা হয়। প্রতি বছরই বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারীদের তালিকা প্রকাশ করে বিবিসি। বিশ্বের বিভিন্ন প্রান্তে বছরজুড়ে যেসব নারী গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম হন, যাদের গল্প মানুষকে অনুপ্রেরণা দেয় এবং সমাজে প্রভাব রাখতে পারেÑএমন কোনো অর্জন বা সাফল্যের অধিকারী নারীদের নাম যাচাই-বাছাই শেষে শীর্ষ ১০০ জনের তালিকা প্রস্তুত করে বিবিসির পুল কমিটি।

চলতি বছর বিবিসির থিম ছিল ‘রিসেট’, অর্থাৎ যেসব নারী সমাজে লিঙ্গসমতা আনা ও সমাজ পুনর্গঠনের ক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রেখেছেন তাদের গুরুত্ব দেয়া।

২০২১ সালের তালিকায় আফগান নারীদের প্রাধান্যের কারণ সম্পর্কে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১ সালের আগস্টে কট্টরপন্থি ইসলামী গোষ্ঠী তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসীন হওয়ার পর সার্বিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির নারীরা। শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতিÑসব ক্ষেত্র থেকে নির্বাসিত করা হয় নারীদের। এমনকি আফগান সরকারের নারী-বিষয়ক মন্ত্রণালয়ও বন্ধ করে দিয়েছে তালেবান গোষ্ঠী।

এ পরিস্থিতির মধ্যেও যেসব নারী হাজারো বাধা-বিঘœ অতিক্রম করে নিজ নিজ ক্ষেত্রে সাহসিকতার

পরিচয় দিয়ে যাচ্ছেন, তার প্রতি সম্মান জানিয়েই এবারের তালিকায় আফগানিস্তানকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিবিসি।

১৯৯৬ সালে যখন প্রথম দফায় তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল, সেসময় নারীদের জন্য সম্পূর্ণ বন্ধ ছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষার দুয়ার। পেশাগত সব ক্ষেত্র থেকে নারীদের অপসারিত করা হয়েছিল।

এছাড়া আফগানিস্তানের কবি লিমা আফশিদ, কেনিয়ার মানবাধিকারকর্মী হালিমা এডেন, পাকিস্তানের শারীরিক প্রতিবন্ধীদের অধিকার আন্দোলনের কর্মী আবিয়া করিম, আর্জেন্টিনার নেটফ্লিক্স পরিচালক ক্যারোলিনা গার্সিয়া ও ইরানের পথচিত্রশিল্পী শামসিয়া হাসানির নামও রয়েছে তালিকায়।