Print Date & Time : 27 August 2025 Wednesday 3:52 pm

‘প্রযুক্তি ব্যবহারে গণমাধ্যমে বিপ্লব হয়েছে’

খুলনা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, প্রযুক্তির কারণে আধুনিক মিডিয়ার আত্মপ্রকাশের ফলে টেলিভিশন চ্যানেলগুলোতে বহুসংখ্যক শিক্ষিত যুবকের কর্মসংস্থান সৃস্টি হয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গণমাধ্যমে বিপ্লব হয়েছে। তিনি বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় আভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। এর আগে তিনি খুলনা প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য পূর্ণাঙ্গ কাজের উদ্বোধন করেন। সন্ধ্যায় উপদেষ্টা খুলনা অফিসার্স ক্লাবে খুলনা জেলার পাঁচজন গুণী ব্যক্তিকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং পরে খুলনা প্রেস ক্লাবের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।