প্রশিক্ষণের সম্মানী প্রদানে ঘুষ দাবি, স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২২ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক শেয়ার বিজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরে অফিস সহকারী আক্তারের বিরুদ্ধে পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রশিক্ষণের সম্মানী প্রদান বাবদ ঘুষ দাবির অভিযোগ ওঠে। বুধবার দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।

দুদক টিম অভিযোগ যাচাই ও সত্য উদঘাটনে জন্য সরেজমিনে অফিস পরিদর্শন করে। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের এনএডিপি’র লাইন ডিরেক্টরের সঙ্গে দেখা করে ঘুষ চাওয়ার ফোন রেকর্ড শোনানো হয়।

দুদক জানিয়েছে, অভিযানকালে অফিস সহকারী আক্তারকে অফিসে পাওয়া যায়নি। তিনি বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত ছিলেন। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশসহ কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।